জমি লিখে না দেওয়ায় কুঠারাঘাতে মাকে হত্যা
শরীয়তপুর সংবাদদাতা || দিনবদলবিডি.কম
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জমি লিখে না দেওয়ায় ছেলের কুঠারাঘাতে মায়ের মৃত্যু হয়েছে।
উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে রবিবার রাত সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ছেলে আব্দুল মালেককে আটক করেছে।
নিহত আনোয়ারা বেগম (৬০) ওই গ্রামের ঢালীরহাট এলাকার আব্দুল মতিন খাঁর স্ত্রী।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, রবিবার আনোয়ারা বেগম মাগরিব নামাজ শেষে চা তৈরি করার জন্য রান্না ঘরে যাওয়ার সময় তার মেঝ ছেলে আব্দুল মালেক কুঠার দিয়ে মায়ের মাথায় কোপ দেয়। পরে স্বজনরা গোসাইরহাট হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
গোসাইরহাট থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, জমি লিখে না দেওয়ায় কুঠার দিয়ে মাকে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় কুঠার উদ্ধার ও নিহতের অভিযুক্ত ছেলেকে আটক করে তার বিরুদ্ধে থানায় হত্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
দিনবদলবিডি/এমআর