চাপা দিয়ে পালাল গাড়ি, পড়ে রইল দুই যুবকের লাশ
কুমিল্লা সংবাদদাতা || দিনবদলবিডি.কম
কুমিল্লা সদরে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাদের চাপা দিয়ে গাড়িটি পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই যুবকের মৃত্যু হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার আলেখারচর বিশ্বরোডের আমতলী এলাকায় আজ শনিবার (২২ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর এসব তথ্য নিশ্চিত করেন।
ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ২ মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া গাড়িটি আমরা এখনো শনাক্ত করতে পারিনি। প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহতরা আমতলী এলাকার বাসিন্দা। তাদের একজনের নাম রুবেল মিয়া (২৫) এবং আরেকজন নাম মোহাম্মদ তকি (২২)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানিয়েছেন, দুপুর আনুমানিক ২টার দিকে ঢাকামুখী একটি মোটরসাইকেলকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই যুবকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে সেখানে গিয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।
ওসি আরো বলেন, নিহতদের লাশ থানায় রাখা হয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আমরা মোটরসাইকেলটি উদ্ধার করেছি। চাপা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
দিনবদলবিডি/এআর