ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে নিজের চুল কাটলেন অভিনেত্রী
পাকিস্তানের দাতব্য সংস্থা ‘হেয়ার টু হেল্প’। যারা ক্যান্সারে আক্রান্ত নারীদের জন্য উইগ তৈরি ও সরবরাহ করে। এছাড়া সবার কাছ থেকে চুল অনুদানও নেয় এই সংস্থা। এবার ক্যান্সার আক্রান্ত নারীদের পাশে দাঁড়ালেন পাকিস্তানি মডেল ও অভিনেত্রী শাহীফা জব্বার। এজন্য ‘হেয়ার টু হেল্প’ সংস্থাকে চুল দান করলেন তিনি। বিষয়টি নিজই সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করে জানিয়েছেন।