কার্লি চুলে রহস্যময় ভঙ্গিতে বুবলি
বিনোদন প্রতিবেদক || দিনবদলবিডি.কম
অনেকদিন ধরেই লোকচক্ষুর আড়ালে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলি। তবে এই আড়াল থেকেই নতুন বছরে বেশ সরব হয়েছেন এই অভিনেত্রী। নিজের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে একের পর পর ছবি শেয়ার করেই যাচ্ছেন বুবলি। ভিন্ন লুকের এই ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হচ্ছে সোস্যাল মিডিয়ায়।
রবিবার রাত ৭টায় বুবলি তার ফেসবুক পেজে সম্পূর্ণ ভিন্ন লুকের একটি ছবি পোস্ট করেছেন। যেখানে বুবলিকে কার্লি চুলে রহস্যময় ভঙ্গিতে তাকিয়ে থাকতে দেখা গেছে। যার ক্যাপশনে লেখা আছে ‘The eyes tell more than words could ever say’।
এর আগে, বছরের প্রথম দিনে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নতুন ছবি পোস্ট করেন বুবলি। সেই পোস্টে এই চিত্রতারকা লিখেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা! নতুন লুক দিয়েই শুরু করলাম নতুন বছরটা।
দিনবদলবিডি/এনএ