মোশাররফ করিমের ‘ডিকশনারি’র মুক্তি ১২ ফেব্রুয়ারি
বিনোদন প্রতিবেদক || দিনবদলবিডি.কম
প্রথমবার কলকাতার ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ছবির নাম ‘ডিকশনারি’। বুদ্ধদেব গুহর দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করছেন পশ্চিমবঙ্গের নির্মাতা ব্রাত্য বসু। এটি মুক্তি পাচ্ছে ১২ ফেব্রুয়ারি।
এ চলচ্চিত্রে একটি আবাসন প্রতিষ্ঠানের মালিক মকরক্রান্তি চ্যাটার্জির চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার চরিত্র নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন জানিয়েছে, যিনি কঠোর দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে উঠে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ছেলেকে শিল্পপতি বানানোর স্বপ্ন দেখেন তিনি। ইংরেজি ভাষা বলা নিয়ে মকরের বিশেষ দুর্বলতা আছে।
মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী পৌলমী বসু। অন্যান্য চরিত্রে রয়েছেন নুসরাত জাহান, আবীর চ্যাটার্জি, মধুরিমা বসাক।
করোনার আগে ছবির দৃশ্যধারণ শুরু হয়েছিল। মাঝে করোনাভাইরাসের হানায় কাজ স্থগিত থাকলেও নভেম্বরে ছবির বাকি অংশের দৃশ্যধারণ শেষ ডাবিং শুরু হয়েছে। ডাবিংয়ে অংশ নিতে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কলকাতা গিয়েছিলেন মোশাররফ করিম।
দিনবদলবিডি/এনএ