করোনায় আক্রান্ত নায়িকা পূর্ণিমা
বিনোদন প্রতিবেদক || দিনবদলবিডি.কম
জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা করোনা আক্রান্ত। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। আজ শনিবার (২২ জানুয়ারি) ফেসবুকে পূর্ণিমা লেখেন, ‘কভিড পজিটিভ।’ স্ট্যাটাসে তিনি মাস্ক ইমোজিও ব্যবহার করেছেন।
জানা গেছে, পূর্ণিমা বর্তমানে তার বাসায় আছেন। গত সপ্তাহে উপসর্গ দেখা দেওয়ায় টেস্ট করিয়েছেন তিনি। আজ ফলাফল পজিটিভ পেয়েছেন।
এর আগেও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। সেবার গণমাধ্যমে বিষয়টি জানাননি। তবে অভিনেত্রীর কাছের অনেক শিল্পী-কলাকুশলীরাই বিষয়টি জানতেন। এবার দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন 'মনে মাঝে তুমি' অভিনেত্রী।
জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা ভালো। আপাতত বাসাতেই বিশ্রামে আছেন তিনি।
সম্প্রতি প্রতিভা অন্বেষণের রিয়ালিটি শো 'টফি স্টার সার্চ'-এর বিচারক হিসেবে কাজ করছিলেন পূর্ণিমা। এখানে তাঁর সঙ্গে বিচারক হিসেবে আরো আছেন অভিনেতা তারিক আনাম খান ও চঞ্চল চৌধুরী।
দিনবদলবিডি/এআর