বাহরাইন দূতাবাসে বঙ্গবন্ধু কর্নার চালু
প্রবাস ডেস্ক || দিনবদলবিডি.কম
বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়েছে।
আজ (সোমবার) দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় রবিবার বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখা রানা বিনতে আসা আল খালিফা কর্নারটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ভারত, যুক্তরাষ্ট্র, জার্মানি, ওমানের রাষ্ট্রদূত ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীসহ অনেকে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত মোহাম্মাদ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনীর আরবি ভাষায় রূপান্তর বই শেখা রানাকে উপহার হিসেবে দেন।
বঙ্গবন্ধু কর্নারে প্রচুর বই, কিছু দুলর্ভ ছবি ও বঙ্গবন্ধুর কিছু বাণী রাখা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর ৭ মার্চের পুরো ভাষণ একটি বড় ক্যানভাসে লেখা হয়েছে।
এদিকে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের পাশাপাশি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসও পালন করা হয় দূতাবাসে।
দিনবদলবিডি/এইচ