এভারেস্ট জয় করলেন বাংলাদেশি বংশোদ্ভূত আকি রহমান
প্রবাস ডেস্ক || দিনবদলবিডি.কম
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আখলাকুর রহমান ওরফে আকি রহমান পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। তিনি প্রথম ব্রিটিশ মুসলিম হিসেবে এভারেস্ট জয় করলেন।
শুক্রবার (১৩ মে) আকি রহমানের খালাত ভাই শামীনুর রহমান গণমাধ্যমকে জানান, পবিত্র রমজান মাসে ৪১ বছর বয়সি আকি এভারেস্ট জয়ের যাত্রা শুরু করেন। শুক্রবার সকালে তিনি এভারেস্টের চূড়ায় ওঠেন। তার এ কাজে সহায়তা করে প্রথম ব্রিটিশ বাংলাদেশি টিভি চ্যানেল এস। অনেকেই এভারেস্টের বিভিন্ন বেজ-ক্যাম্পে গেলেও এখন পর্যন্ত এভারেস্টের চূড়ায় কোনো ব্রিটিশ মুসলিম বা ব্রিটিশ বাংলাদেশি পায়ে হেঁটে যাননি।
তিন সন্তানে জনক আকি রহমানের জন্ম সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামে। ব্রিটেন প্রবাসী মৃত হাজি ইছকন্দর আলীর ছেলে তিনি। মাত্র দেড় বছর বয়সে পরিবারের সঙ্গে পাড়ি দেন যুক্তরাজ্যে। তার শৈশব কেটেছে ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরে। পাঁচ ভাইয়ের মধ্যে আকি রহমান সবার বড়। মা, স্ত্রী হেনা রহমান ও পরিবারের লোকজনের উৎসাহে আকি এবার এভারেস্ট জয়ের পথে যাত্রা করেন।
দিনবদলবিডি/এমআর