এখন আরো যে ২ মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক চায় ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক || দিনবদলবিডি.কম
মধ্যপ্রাচ্য ও আফ্রিকার চারটি মুসলিম দেশ আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরোক্কো ইহুদি রাষ্ট্র ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ চারটি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের সূচনা করে।
ইহুদিদের রাষ্ট্রটি এখন চায় আরো দুটি মুসলিম দেশের সঙ্গে নিজেদের সম্পর্ক তৈরি করতে। দেশগুলো হলো সৌদি আরব ও ইন্দোনেশিয়া।
আর্মি রেডিওর সঙ্গে এক সাক্ষাতকারে বিষয়টি জানান ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ।
লাপিদ বলেন, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন কোন গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে আমরা কূটনৈতিক সম্পর্ক গড়তে আগ্রহী? তাহলে প্রথমে বলব ইন্দোনেশিয়া। সৌদি আরব তো অবশ্যই। তবে এই বিষয়টি সময় নেবে।
এদিকে সৌদির সঙ্গে ইসরাইলের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ২০২০ সালে ইসরাইল ও আরব আমিরাতের মধ্যে চলাচলকারী বিমানগুলোকে নিজেদের আকাশের ওপর দিয়ে ওড়ার অনুমতি দেয় তারা। এছাড়া গত মাসে ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে বহনকারী বিমানও সৌদির ওপর দিয়ে ওড়ে আরব আমিরাতে যায়।
সূত্র: আল আরাবিয়া
দিনবদলবিডি/জিএ