আকাশ থেকে পড়ল রহস্যময় ধাতব, গ্রামবাসীর মধ্যে আতঙ্ক
আন্তর্জাতিক ডেস্ক || দিনবদলবিডি.কম
আকাশ থেকে মাটিতে পড়ল ধাতব গোলক। ভারতের গুজরাটের আনন্দ জেলার তিনটি জায়গায় এই আশ্চর্য ঘটনাটি ঘটেছে।
স্থানীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আনন্দ জেলার ভালেজ, খাম্ভোলজ এবং রামপুরায় তিনটি ধাতব গোলক হঠাৎ আকাশ থেকে উড়ে এসে মাটিতে পড়ে। এর পরই গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অনেকে আবার কৌতূহলবশে ভিড় জমান ওই ধাতব গোলকগুলোর চারপাশে। ঘটনাটির তদন্ত করতে ইতোমধ্যে গুজরাটের ‘ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি’র বিশেষজ্ঞদের ডেকে পাঠানো হয়েছে। জেলা পুলিশও পুরো বিষয়টি খতিয়ে দেখতে তৎপর হয়েছে।
দিনবদলবিডি/এমআর