চরম জোকস... পড়ার আগেই হাসি পায়
কৌতুকবাজ ডেস্ক || দিনবদলবিডি.কম
এক ভদ্রমহিলা পত্রিকায় বিজ্ঞাপন দিলেন যে, তিনি একজন পাত্র খুঁজছেন.. যে তাকে কখনো ছেড়ে যাবে না, কখনো গায়ে হাত তুলবে না এবং সব সময় সুখ দিয়ে ভরিয়ে রাখবে।
পরদিন কলিংবেল বেজে উঠল। ভদ্রমহিলা দরজা খুলতেই দেখলেন... হাত-পা বিহীন এক লোক দরজায় বসে আছে।
পরিচয় জিজ্ঞেস করতেই লোকটি বললো, সে পাত্র হিসেবে ইন্টারভিউ দিতে এসেছে।
ভদ্রমহিলা লোকটিকে তার শর্তগুলো মনে করিয়ে দিতেই লোকটি বললো... যেহেতু আমার পা নেই তাই চলে যেতে পারব না, হাতই নেই গায়ে হাত তোলার তো কোনো প্রশ্নই ওঠে না।
কিন্তু তৃতীয় শর্ত! ওইটার কী হবে? পাল্টা প্রশ্ন করলেন মহিলা।
লোকটি হেসে বললো... এইটা তো কোনো ব্যাপারই না! আমি না পারলে পৃথিবীর কেউই আপনাকে সুখ দিতে পারবে না!
... তা কি করে সম্ভব?
লোকটি হেসে উত্তর দিলো...
ম্যাডাম, আমার তো হাত নাই, পাও নাই, এখন একটু চিন্তা কইরা দেখেন তো....
‘আমি কলিংবেল টিপলাম কি দিয়া!’
দিনবদলবিডি/জিএ