গার্লফ্রেন্ড যখন নদীতে পরে গেল!
কৌতুকবাজ ডেস্ক || দিনবদলবিডি.কম
এক Bf গেছে তার Gf-কে নিয়ে নদী দেখতে। হঠাৎ তার GF নদীতে পরে গেল।
অতঃপর BF কাঁদতে লাগলো।
BF-এর কান্না শুনে এক জলপরী উঠে এলো।
জলপরী: এই বালক কাঁদছো কেনো?
BF: আমার GF নদীতে পড়ে গেছে তাই কাঁদছি।
জলপরী: আচ্ছা আর কেঁদো না। অপেক্ষা করো। আমি তোমার GF-কে এনে দিচ্ছি।
এই বলে জলপরী অতল জলে ডুব দিলো।
অতঃপর জলপরী পানির নিচ থেকে নিয়ে এলো এক সাধারণ সাদামাটা দেখতে মেয়েকে।
জলপরী জিজ্ঞেস করলো: এইটা কি তোমার GF?
ছেলেটি মেয়েটিকে চিনতে না পেরে অস্বীকার করলো। এরপর আপনি কি ভাবছেন! সেই কাঠুরিয়ার গল্পের কথা? যেখানে জলপরী একে একে রূপা, সোনা ও লোহার তিনটা কুড়াল এনে দিয়েছিল কুড়াল হারানো কাঠুরিয়াকে! আর সেই কায়দায় এখানেও জলপরী আরো ২টা সুন্দরী মেয়ে তুলবে BF-এর জন্য?
না!!!
মেয়েটিকে চিনতে অস্বীকার করায় ছেলেটিকে একটা থাপ্পড় দিয়ে জলপরী বললো: হারামজাদা! ভালো করে দেখ! এইটাই তোর GF। পানিতে পড়ে মেকআপ ওঠে গেছে...
দিনবদলবিডি/জিএ