আহ্ মোবাইল...
কৌতুকবাজ ডেস্ক || দিনবদলবিডি.কম
এক বেকার যুবক টয়লেটে বসে মোবাইল ফোন চালাচ্ছিলো। হঠাৎ করে মোবাইলটা কমোডের মধ্যে পড়ে গেলো। যুবকটি খুব চিন্তায় পড়ে গেল- কী করা যায়! এমন জায়গায় পড়েছে যে...কিন্তু কোনো উপায় খুঁজে পেলো না মোবাইলটি ওইখান থেকে তোলার জন্য। সব ইসের সঙ্গে মিশে একেবারে ডুবে আছে ওটা।
একে তো চাকরি নেই তার ওপর তার কাছে কোনো টাকাও ছিলো না যে আরেকটা মোবাইল কিনে নেবে।
হতাশার চূড়ান্ত পর্যায়ে সে টয়লেটে বসে বসে কান্না শুরু করে দিলো। বিরামহীন কান্না চলছে। হঠাৎ এক ‘ইচ্ছেপূরণ দৈত্য’ আসলো সামনে। কান্নাকাটির কারণ জেনে হাত ঘূরিয়েই ভোজবাজির মতো একটা ফোন তার হাতে দিয়ে বললো, এই নাও তোমার মোবাইল।
কিন্তু মোবাইল পেয়েও যুবকটির কান্না থামছেই না।
দৈত্য বললো, আর কাঁদো কেন? এখন তো তুমি তোমার মোবাইল পেয়ে গেছো! কী আশ্চর্য?
যুবক গর্ব আর অহঙ্কার ভরা কণ্ঠে বলে উঠলো, আমি গরিব হতে পারি, হতে পারি বেকার! কিন্তু তাই বলে লোভী নই। আমি এই সোনার মোবাইল নেবো কেন? আমাকে আমার নিজের মোবাইলটাই ফেরত দাও ভাই!
দিনবদলবিডি/জিএ