কবি মুশাররাফ করিমের জন্ম-প্রয়াণ দিবসে পরম্পরা ও স্বতন্ত্রের আয়োজন
সাহিত্য চিরদিন ডেস্ক || দিনবদলবিডি.কম
ময়মনসিংহের কৃতি সন্তান কবি মুশাররাফ করিমের ৭৬তম জন্ম ও ২য় প্রয়াণ দিবস উপলক্ষ্যে পরম্পরা ও স্বতন্ত্র আয়োজন করে নিবেদিত কবিতা, আবৃত্তি, স্মৃতিচারণ।
কীর্তিমান এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের স্মরণে কবি ফরিদ আহমদ দুলাল বলেন, মুশাররাফ করিম ছিলেন স্বাধীনতা উত্তর ময়মনসিংহের কাব্যান্দোলনের পুরোধা। তরুণদের সঙ্গে ছিলো তার সখ্য। তাকে পাঠ করতে হবে তার সাহিত্যের জন্যেই।
কবি শামসুল ফয়েজ বলেন, মুশাররাফ করিমের বর্ণাঢ্য জীবন নিয়ে হতে পারে উপন্যাস। যেভাবে তিনি তার জীবনকে রাঙিয়েছেন তা সহজে ভুলবার নয়।’
মুশাররাফ করিমের সহধর্মিনী সখিনা আক্তারের কথামালায় পরিবেশ ভারী হয়ে যায়। সবার চোখের কোণে জমে পানি।
কবির একটি কবিতা রুবীনা আজাদের আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
দিনবদলবিডি/জিএ