স্কুলশিক্ষার্থীর ধর্ষণ চরম মাত্রার অপরাধ: আইজিপি
নিজস্ব প্রতিবেদক || দিনবদলবিডি.কম
রাজধানীর কলাবাগানের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে ধর্ষণ এবং চরম মাত্রার অপরাধ বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ।
আজ (সোমবার) দুপুরে রাজধানীর উত্তরায় সেবা সপ্তাহ উপলক্ষ্যে র্যাবের সদর দপ্তরে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
ড. বেনজির আহমেদ বলেন, কলাবাগানে যে ঘটনা ঘটেছে সেটা একটা পূর্ণাঙ্গ ক্রাইম। এখানে ধর্ষণ করা হয়েছে, এখানে মৃত্যুর ঘটনাও হয়েছে। উভয়ই কিন্তু শিশু আমার দেশের আইনে। পরিবারকে জানতে হবে তার ছেলে বা মেয়ে কোথায় যায়। সন্তান জন্ম দিয়েছেন তার দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। নয়তো সন্তান জন্ম দিয়েছেন কেন?
পুলিশ প্রধান বলেন, কিশোর গ্যাং মোকাবিলায় আইন বাধা হয়ে দাঁড়িয়েছে। অভিভাবককে সন্তানদের খোঁজ-খবর রাখতে হবে। দায়িত্ব নিতে না পারলে কেন সন্তান জন্ম দিয়েছেন।
বেনজীর আহমেদ বলেন, কিশোর অপরাধের জন্য নতুন আইনে যে অবকাঠামোর কথা উল্লেখ রয়েছে, তা গড়ে না ওঠায় অনেক ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে আপরাধ দমন প্রক্রিয়া। আধুনিক আইন করতে গিয়ে যাতে অপরাধ বেড়ে না যায় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।
প্রজন্মকে সঠিক পথে চালানোর জন্য সামাজিক সচেতনতা জরুরি বলে মনে করেন পুলিশ প্রধান।
দিনবদলবিডি/এসআই