ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলাদেশের সশস্ত্র বাহিনী
নিজস্ব প্রতিবেদক || দিনবদলবিডি.কম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী 'মুজিববর্ষ' এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এবার বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এক প্রতিনিধি দল অংশ নেবে।
আগামী ২৬ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে দেশটির ৭২তম প্রজাতন্ত্র দিবসের এ বিশেষ কুচকাওয়াজ। ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠিতব্য কুচকাওয়াজে অংশ নেওয়ার উদ্দেশ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১২২ সদস্যের একটি সমন্বিত কন্টিনজেন্ট ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন। সেখানে তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রথম ১০ সারিতে নেতৃত্ব দেবেন তারা। প্রথম ছয়টি সারিতে থাকবেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এরপরের দুটি সারির নেতৃত্ব দেবে নৌবাহিনী আর পরের দুটি সারির নেতৃত্বে থাকবেন বিমানবাহিনীর সদস্যরা।
কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন কর্নেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী। তিনি বলেন, কুচকাওয়াজ শেষে সমন্বিত কন্টিনজেন্ট আগামী ৩০ জানুয়ারি দেশে ফিরবে।
উল্লেখ্য, ভারতের ইতিহাসে দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশ দেশটির প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিচ্ছে।
দিনবদলবিডি/এমআর