নিজ সক্ষমতায় আকাশসীমা রক্ষায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক || দিনবদলবিডি.কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজ সক্ষমতায় আকাশসীমা রক্ষায় সরকার কাজ করছে। করোনায় বাধা এলেও সরকারের পরিকল্পনা বাস্তবায়নের সুফল পাবে দেশের মানুষ।
আজ (মঙ্গলবার) বাংলাদেশ বিমান বাহিনীর ১১ ও ২১ স্কোয়াড্রনকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি যুদ্ধ বিদ্ধস্ত দেশ হওয়ার পরও স্বাধীনতার পর দেশের অবকাঠামোসহ সশস্ত্র বাহিনীর উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করেন।
বিশ্বায়নের যুগে আধুনিক চৌকশ বিমান বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
করোনা পরিস্থিতিতে সবকিছু স্থবির করে দিলেও অর্থনীতিকে সচল রাখতে সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। করোনার টিকা সংগ্রহ করে তা প্রয়োগের ব্যবস্থা করা হলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দেশের সুবর্ণ জয়ন্তীতে নিজেদের দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দিনবদলবিডি/কে