বন্ধ হতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগ!
স্পোর্টস ডেস্ক || দিনবদলবিডি.কম
করোনার সেকেন্ড ওয়েভের জন্য বন্ধ হতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগ! অনেক ক্লাব ম্যানেজরাই উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপে করোনা আক্রান্তদের সংখ্যা বাড়তে দেখে।
গেলো বছরের ২১ মার্চ করোনার প্রকোপে বন্ধ হয়ে যায় ইংলিশ প্রিমিয়ার লিগ, যদিও ইতালিয়ান সিরিআ ও স্প্যানিশ লা লিগার স্টেডিয়াম গেইটে তালা পড়েছিলো তার আগেই। করোনার বিরতির পর ঐ বছরের জুনেই ফের মাঠে গড়াতে শুরু করে ইউরোপীয়ান ক্লাব ফুটবল।
করোনা সতর্কতা মেনে গেলো বছরের সেপ্টেম্বরে বসে ইপিএলের নতুন মৌসুম। তবে এই যাত্রাও সহজ হয়নি, করোনার সেকেন্ড ওয়েভ হানা দেয় ফুটবলারদের বায়োবাবলসে। নতুন মৌসুমে ১৯ দফা করোনা টেস্টে পজেটিভের সংখ্যা ১৭১। শেষ পাঁচ টেস্টের গড় হিসাবে চোখ রাখলে ফুটবলার আক্রান্তের গ্রাফ ক্রমেই উর্ধ্বমূখি।
ইপিএলে নতুন বছরে করোনা টেস্টে পজেটিভ হয়েছেন ৩৬ ফুটবলার। সেই ধাক্কায় টটেনহ্যাম-অ্যাস্টন ভিলা ম্যাচ করা হয়েছে বাতিল, শেষ টেস্টে আক্রান্তদের মধ্যে বেশির ভাগই অ্যাস্টনভিলার খেলোয়াড়। আর তাতেই উৎকণ্ঠা ছড়িয়েছে সবার মাঝে। এই কারণেই এবারো মাঝ পথে বন্ধ হয়ে যেতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ।
দিনবদলবিডি/এনএ