হোয়াইটওয়াশ মিশনে নামবে টাইগাররা
ক্রীড়া প্রতিবেদক || দিনবদলবিডি.কম
করোনার কারণে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে দেশের ক্রিকেট। সেই বাধা পেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই চমক দেখিয়েছে তামিম বাহিনী। এরইমধ্যে মিরপুরে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এবার পালা হোয়াইটওয়াশ মিশন পূর্ণ করার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ (সোমবার) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বেলা সাড়ে ১১টায়।
ওয়ানডেতে ১৩ বার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। আজ ম্যাচ জিতলে ১৪ বার এই গৌরব অর্জন করবে এবং ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বার ধবলধোলাই করবে বাংলাদেশ। প্রথমবার ২০০৯ সালে নিজেদের মাঠেই বাংলাদেশের কাছে ৩-০তে হেরেছিল ক্যারিবিয়ানরা।
এদিকে বিসিবি সূত্রে জানা গেছে, আজ বাংলাদেশের একাদশে পরিবর্তন আসবে। একাদশ থেকে বাদ পড়বেন দুই ম্যাচে উইকেট-শূন্য থাকা রুবেল হোসেন। তার জায়গায় একাদশে ফিরবেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। এমনকি সম্ভাবনা আছে হাসান মাহমুদকে বসিয়ে তাসকিনকে দিয়ে খেলানো।
দিনবদলবিডি/কে