টিভিতে আজ মঙ্গলবারের (২৩ ফেব্রুয়ারি) খেলা
মোহামেডানের স্থায়ী সদস্য হলেন বাদল রায়ের মেয়ে বৃষ্টি
স্পোর্টস ডেস্ক || দিনবদলবিডি.কম
‘মোহামেডানের বাদল রায়’ মারা গেছেন, ২২ নভেম্বর। তিনি কেবল মোহামেডানের খেলোয়াড়ই ছিলেন না, ছিলেন ক্লাবের কর্মকর্তাও। স্থায়ী সদস্য, পরিচালকসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। এক কথায় বাদল রায় ছিলেন মোহামেডান অন্তঃপ্রাণ এক ক্রীড়া ব্যক্তিত্ব।
বাদল রায়ের মৃত্যুর পর মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য হতে আবেদন করেছিলেন তার মেয়ে গঙ্গোঁত্রী রায় বৃষ্টি। ক্লাবের পরিচালনা পর্ষদের সর্বশেষ সভায় গঙ্গোঁত্রী রায়ের আবেদন অনুমোদন হয়েছে।
বাদল রায়ের জায়গায় এখন তার মেয়ে বৃষ্টি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য। আগামী ৬ মার্চ অনুষ্ঠিতব্য ক্লাবের তৃতীয় বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে অংশ নেবেন প্রয়াত বাদল রায়ের মেয়ে গঙ্গোঁত্রী রায় বৃষ্টি।
আরো পড়ুন >>> মঙ্গলবার ঢাকার যেসব মার্কেট ও বিনোদন কেন্দ্র বন্ধ
আরো পড়ুন >>> আত্মহত্যাকারীর জন্য দোয়া করা যাবে কি?
বাবার প্রিয় ক্লাব মোহামেডানের স্থায়ী সদস্য হওয়ার পর গঙ্গোঁত্রী রায় বলেন, ‘আমি খুব সম্মানিত বোধ করছি। বাবার স্থান কেউ পূরণ করতে পারবেন না। তার চলে যাওয়ার পর মনে হয়েছিল আমরা একা হয়ে গেলাম। কিন্তু মোহামেডান পরিবারের সদস্য হওয়ার পর এখন মনে হচ্ছে বাবাকে যারা পছন্দ করতেন এবং ভালোবাসতেন তাদের ছায়ায় থাকতে পারব। বাবার অনেক কিছু করার ইচ্ছে ছিল, সব করে যেতে পারেননি। তার অসম্পূর্ণ কাজগুলো করতে আমি চেষ্টা করব। আমি সবার দোয়া চাই।’
আরো পড়ুন >>> আপনি কি মিথ্যার অনুশীলন করছেন মোবাইলের মাধ্যমে?
প্রিয় পাঠক এবার চলুন একনজরে দেখে নিই টিভিতে আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) যেসব খেলা রয়েছে...
> ফুটবল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ
রহমতগঞ্জ-চট্টগ্রাম আবাহনী
বিকেল ৪.০০টা
সরাসরি টি স্পোর্টস
ইংলিশ প্রিমিয়ার লিগ
লিডস-সাউদাম্পটন
রাত ১২.০০টা
সরাসরি টি স্পোর্টস
চ্যাম্পিয়নস লিগ
অ্যাটলেটিকো মাদ্রিদ-চেলসি
রাত ২.০০টা
সরাসরি সনি টেন ২
লাজিও-বায়ার্ন মিউনিখ
রাত ২.০০টা
সরাসরি সনি টেন ১
আইএসএল
ইস্ট বেঙ্গল-নর্থইস্ট ইউনাইটেড
রাত ৮.০০টা
সরাসরি স্টার স্পোর্টস ১
প্রিমিয়ার লিগ ফ্যানজোন
রাত ১০.০০টা
সরাসরি স্টার স্পোর্টস সিলেক্ট ১
> ক্রিকেট
পিএসএল
পেশোয়ার জালমি-মুলতান সুলতান
রাত ৮.০০টা
সরাসরি সনি সিক্স ও টেন ক্রিকেট
দিনবদলবিডি/জিএ