ইংল্যান্ডের টেস্ট দলের নতুন কোচ ম্যাককালাম
স্পোর্টস ডেস্ক || দিনবদলবিডি.কম
নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে ইংল্যান্ডের পুরুষ টেস্ট দলের কোচ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) ইংল্যান্ড তাদের নতুন কোচ হিসেবে তার নাম ঘোষণা করেছে। চার বছরের চুক্তি করেছেন তিনি।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ওয়ার্ক পারমিট ও অন্য কাগজপত্র গুছিয়ে নিচ্ছে, যেন সময়মতো ম্যাককালাম যোগ দিতে পারেন গ্রীষ্মের ক্যাম্পে। তার প্রথম মিশন হবে স্বদেশের বিপক্ষে। ২ জুন লর্ডসে শুরু হচ্ছে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ।
এদিকে আইপিএলে নিজের দল কলকাতা নাইট রাইডার্সকেও বিদায় বলে দিচ্ছেন ম্যাককালাম। এদিন বিকেলে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস দলটির অভ্যন্তরীণ সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, তিনি আমাদের জানিয়ে দিয়েছেন সামনে আর কেকেআরের সঙ্গে থাকবেন না। ইংল্যান্ড ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিবেন তিনি।
দিনবদলবিডি/এমআর