নামাজে ফাতিহার বদলে তাশাহহুদ পড়লে করণীয়
ধর্ম ডেস্ক || দিন বদল বাংলাদেশ
নামাজে একাগ্রতা অত্যন্ত জরুরি। এরপরও কখনো কখনো শয়তানের ধোঁকায় পড়ে নামাজে অনেক ভুল করেন মানুষ। এর মধ্যে একটি হলো সিজদা থেকে দাঁড়িয়ে সুরা ফাতিহার স্থলে ‘তাশাহহুদ’ পড়ে ফেলেন অনেকে। কিছুদিন আগে মাগরিবের নামাজ পড়া অবস্থায় সূরা ফাতিহার পরিবর্তে তাশাহহুদ পড়ে ফেলেন এক মুসল্লি। নামাজ শেষে সাহু সিজদা দিতে ভুলে যান তিনি।
এই প্রেক্ষিতে আলেমরা বলেন, হানাফি মাযহাবে নামাজের প্রথম ও দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আর নামাজের কোনো ওয়াজিব বিধান অনিচ্ছায় ছুটে গেলে সাহু সিজদা আবশ্যক হয়ে যায়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন, ‘প্রত্যেক ভুলের জন্যই সালামের পর দুটি সিজদা রয়েছে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ১০৪০)
সাহু সিজদার সঠিক পদ্ধতি হলো- সাহু সিজদা যার ওপর ওয়াজিব হয়েছে, তিনি শেষ বৈঠকে তাশাহহুদ পড়ে ডান দিকে এক সালাম ফেরাবেন। এরপর তাকবির বলে নামাজের মতো দুটি সিজদা করে বসে যাবেন এবং তাশাহহুদ, দরুদ, দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফেরাবেন। সালামের আগে সিজদা করলে নামাজ হয়ে যাবে। তবে তা মাকরুহে তানজিহি। (মুসনাদে আহমদ, হাদিস : ১৮১৮৮; বুখারি, হাদিস : ১১৫০-১১৫৩; তিরমিজি, হাদিস : ৩৬১)
দিনবদলবিডি/Mamun