মালয়েশিয়ায় ভবন ধসে নিহত তিন বাংলাদেশির পরিচয় শনাক্ত
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে নিহত তিন বাংলাদেশি শ্রমিকের পরিচয় শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে আহত দুই শ্রমিকেরও পরিচয় পাওয়া গেছে। এ ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন। তারা সবাই বাংলাদেশি শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।