কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মৃত্যু বার্ষিকী আজ
বাংলাদেশের কবিতায় এক অবিসস্মরণীয় নাম রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। মাটি ও মানুষের প্রতি আমূল দায়বদ্ধ এই কবির শিল্পমগ্ন উচ্চারণ তাকে দিয়েছে সত্তরের অন্যতম কবি-স্বীকৃতি। তারুণ্যের দীপ্ত প্রতীক তিনি। ১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই কবি।