নিখোঁজের একদিন পর ঠাকুরগাঁওয়ে মা ও দুই শিশুর লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর নদী থেকে ভাসমান অবস্থায় মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাশিপুর কাশিডাঙ্গা এলাকায় তীরনই নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন- কাশিপুর এলাকার রহিম উদ্দিনের স্ত্রী নাসিমা (৪০), তার ছেলে শাওন (৮) ও সাফায়েত (৫)।