যে মেট্রোরেলে প্যান্ট খুলে উঠতে হয়
প্যান্ট না পরে মেট্রো রেলে ভ্রমণ! এমন আজব কথাও শুনেছেন কখনো? বিশ্বাস না হলেও এটাই সত্যি। এই মেট্রো রেলে চড়বেন। গন্তব্যস্থলে পৌঁছেও যাবেন নির্দিষ্ট সময়ে। জামা, জুতোসহ বাকি সব ঠিক থাকবে। কিন্তু প্যান্ট পরা চলবে না। এক দিনের জন্য এমনই আজব নিয়ম পালন করা হয় বিশ্বের বেশ কিছু দেশে।