৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

আন্তর্জাতিক সংবাদ || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৯:৫৪, রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১৩ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

জাপানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৭ মিনিটে দেশটির উত্তরাঞ্চলের হোক্কাইডোতে ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) ও জাপান আবহাওয়া সংস্থা এ তথ্য জানিয়েছে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি প্রায় ৪৩ কিলোমিটার গভীরতায় আঘাত হানে। ভূমিকম্পে উপকূলীয় শহর কুশিরো এবং নেমুরোকে কেঁপে ওঠে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এদিকে এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা আঘাতের কোনো তাৎক্ষণিক প্রতিবেদন প্রকাশ হয়নি। সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে-তে কথা বলার সময় দেশটির একজন বিশেষজ্ঞ বাসিন্দাদের সতর্ক করেছেন। প্রায় এক সপ্তাহ ধরে ভূমিকম্প নিয়ে সতর্ক থাকতে বলেছেন তিনি। 

জাপানে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত। দেশটির ভবনগুলো যেন শক্তিশালী ভূমিকম্প সহ্য করতে পারে- তা নিশ্চিত করার উদ্দেশ্যে দেশটির কঠোর নির্মাণ বিধি রয়েছে। এ ছাড়াও বড় ঝাঁকুনির জন্য প্রস্তুত থাকতে সেখানে নিয়মিত জরুরি মহড়া অনুষ্ঠিত হয়।

সূত্র: এএফপি

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়