টেকনাফে ভূমিকম্পে ভবনে ফাটল
কক্সবাজার সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ
ভূমিকম্পে কক্সবাজারের টেকনাফের বিভিন্ন স্থানে সরকারি কার্যালয়ে ফাটল দেখা দিয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
২৫ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
টেকনাফ উপজেলা মৎস্য কেন্দ্রের কার্যালয়ে ফাটলের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এছাড়া আরও কয়েকটি বাড়ি ঘরে ফাটলের খবর জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, মিয়ানমারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূ-কম্পনটির উৎপত্তি হয়েছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত। এর ফলে ৪ দশমিক ৮ মাত্রার কম্পন অনুভূত হয়েছে কক্সবাজারে।
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, বিকেলে ভূ-কম্পন অনুভূত হওয়ায় তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে যাই। পরে এসে দেখি অফিসের কয়েকটি জায়গায় ফাটল দেখা দিয়েছে।
এদিকে সাপ্তাহিক ছুটির দিনে সৈকত শহর কক্সবাজারে পর্যটকের জনস্রোত নামে। আনন্দ আর হৈ-হুল্লোড়ে সাগর তীরে মেতে উঠে পর্যটকরা। কিন্তু ছুটির দিনের বিকেলে ভূমিকম্পে কেঁপে উঠে শহরটি।
দিনবদলবিডি/এমআর