জমি নিয়ে বিরোধে দুই ভাইকে কুপিয়ে মারল প্রতিপক্ষ
নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় আহত হয়েছেন আরো একজন।
রোববার উপজেলার কাচপুরের খাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সোনারগাঁওয়ের ৪৮ বছর বয়সী মো. আসলাম ও ৩৫ বছরের মো. রনি। আহতের নাম রফিকুল ইসলাম।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সোনারগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের আঘাতে গুরুতর আহত তিনজনকে দুপুরে ঢামেক হাসপাতাল আনেন স্বজনরা। এর মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনবদলবিডি/Mamun