ভারত থেকে ২০ লাখ ডিম আমদানি করবে শ্রীলঙ্কা

আন্তর্জাতিক সংবাদ || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:৫৬, সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১৪ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

চলতি সপ্তাহে ভারত থেকে ২০ লাখ ডিম আমদানি করতে যাচ্ছে শ্রীলঙ্কা। স্থানীয় ব্যবসায়ীদের প্রতিবাদ ও বার্ড ফ্লু নিয়ে স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্বেগ সত্ত্বেও দেশটি এই পদক্ষেপ নিয়েছে। খবর দ্য ইকোনমিক টাইমসের।

আমদানিকৃত ডিম বিদ্যমান বাজারমূল্যের চেয়ে কমে বিক্রি করা হবে। তাছাড়া প্রাণী উৎপাদন ও স্বাস্থ্য অধিদপ্তরের (ডিএপিএইচ) গৃহীত সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিমগুলো সাধারণভাবে প্রতিদিন খাওয়ার জন্য ইস্যু করা হবে না।

এর আগে দেশটির ডিএপিএইচ বার্ড ফ্লুজনিত কারণে ভারত ও অন্যান্য দেশ থেকে ডিম আমদানির ক্ষেত্রে আপত্তি জানায়।

শ্রীলঙ্কার স্থানীয় ব্যবসায়ীরা মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তাদের দাবি, এতে স্থানীয় ডিম ইন্ডাস্ট্রিতে নেতিবাচক প্রভাব পড়বে।

তারা আরও জানায়, সরকারের আরও দুই-তিন মাস আগে ডিম আমদানি করা উচিত ছিল। কিন্তু এখন শ্রীলঙ্কায় পর্যাপ্ত ডিম উৎপাদিত হচ্ছে।

জানুয়ারিতে শ্রলঙ্কার বাণিজ্যমন্ত্রী নলিন ফার্নান্দো জানান, মন্ত্রিসভা ভারত থেকে ডিম আমদানিতে সবুজ সংকেত দিয়েছে। এ সময় ডিমের ওপর আরোপ করা আমদানি শুল্কও কমানো হয়।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়