ইরানে শত শত স্কুলছাত্রীকে বিষপ্রয়োগ

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:১৯, সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১৪ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

ইরানের পবিত্র কোম শহরে শত শত স্কুলছাত্রীকে বিষ প্রয়োগ করা হয়েছে। দেশটির একজন উপমন্ত্রী ২৭ ফেব্রুয়ারি বলেছেন, মেয়েদের শিক্ষা বন্ধের উদ্দেশ্যে কিছু লোক ইচ্ছাকৃতভাবে এ কাজ করেছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা আইআরএনএ বলছে, কোমের স্কুলে শিক্ষার্থীদের বিষপ্রয়োগের ঘটনার পর জানা গেছে কিছু লোক স্কুলে শিক্ষার কার্যক্রম বন্ধ করে দিতে চাচ্ছেন, বিশেষ করে মেয়েদের স্কুল।

স্থানীয় রিপোর্ট বলা হয়েছে, গত বছরের শেষ নভেম্বর থেকে দক্ষিণ তেহরানের কোমে শত শত স্কুলছাত্রীকে বিষ প্রয়োগের তথ্য আসতে শুরু করে। এদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইআরএনএ জানিয়েছে, তবে এই বিষয়টি গত ১৪ ফেব্রুয়ারি প্রকাশ্যে আসে। অসুস্থ শিক্ষার্থীর অভিভাবকরা শহরের প্রশাসনের বাইরে যখন কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যার দাবিতে বিক্ষোভে নামেন।

সরকারের মুখপাত্র আলী বাহাদোরি জাহরোমি বলেন, শিক্ষামন্ত্রী এবং গোয়েন্দারা এই বিষয়ের তদন্ত করছেন। এই নিয়ে প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ জাফর মন্তাজেরি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়