আন্তর্জাতিক টি-২০তে ১০ রানে অলআউট, ২ বলে জেতার বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০২:৩০, সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১৪ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

স্কোরকার্ড দেখে মনে প্রশ্ন জাগতে পারে, আন্তর্জাতিক ম্যাচে এমন হতে পারে? আন্তর্জাতিক ম্যাচ বলেই প্রশ্নটা যৌক্তিক। পাড়ার ক্রিকেট বা বয়সভিত্তিক ক্রিকেটে সাধারণত এমন দেখা যায়, সেটাও খুব বেশি নয়। এমনই এক অস্বস্তির অভিজ্ঞতা হলো ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মাঝে অবস্থিত স্বাধীন দ্বীপদেশ আইল অব ম্যানের।

সোমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্পেনের বিপক্ষে ১০ রানে অলআউট হয়ে গেছে দেশটি। যা টি-টোয়েন্টির ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ড ছিল তুরস্কের। ২০১৯ সালে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২১ রানে অলআউট হয় তারা। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বনিম্ন সংগ্রহ সিডনি থান্ডারের, গত বছরের ডিসেম্বরে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষ ১৫ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

স্পেনের লা মাঙ্গা বটম গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাটিং করতে নামে আইল অব ম্যান। স্পেনের মোহাম্মদ কামরান, আতিফ মাহমুদ ও লর্নে বার্নসের বোলিং তোপে ৮.৪ ওভারে ১০ রানে অলআউট হয়ে যায় তারা। জবাবে মাত্র ২ বলে ম্যাচ জিতে নেয় স্পেন, যা বিশ্ব রেকর্ড। এতো কম বল বা সময়ে কখনও কোনো দল আন্তর্জাতিক টি-টোয়েন্টি জিততে পারেনি।

ছোট্ট পুঁজি নিয়ে ফিল্ডিংয়ে নামা আইল অব ম্যানের পেসার জোসেফ বুরোস প্রথম বলটি নো বল করেন। পরের দুই বলে টানা ছক্কায় খেলা শেষ করেন স্পেনের ওপেনার আওয়াইস আহমেদ। আরেক ওপেনার মোহাম্মদ ইহসান স্ট্রাইক প্রান্তে যাওয়ার সুযোগই পাননি। আওয়াইস ৩ বলে ২ ছক্কায় অপরাজিত ১২ রান করেন। ৩৯ রান রেটে ব্যাটিং করে ১৯.৪ ওভার হাতে রেখে জয় পায় স্পেন, এটাও একটি বিশ্ব রেকর্ড।

এর আগে ব্যাটিং করা আইল অব ম্যানের ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত কেবল ভাঙনের সুরই বেজে গেছে। ব্যাটসম্যানরা উইকেটে গেছেন আর ফিরেছেন। দলটির হয়ে সর্বোচ্চ ৪ রান করেন যোসেফ বুরোস। ২ রান করে করেন জর্জ বুরোস, লুক ওয়ার্ড ও জ্যাকব বাটলার। ছয়জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন, একজন শূন্য রানে অপরাজিত থাকেন। স্পেনের কামরা ৪ ওভারে এক মেডেনসহ ৪ রানে ৪ উইকেট নেন। ম্যাচসেরা আতিফ ৪ ওভারে ২টি মেডেনসহ ৬ রানে ৪টি উইকেট নেন। ৪ বলে ২ উইকেট পাওয়া বার্নস কোনো রান খরচা করেননি। 

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়