তুরস্কের স্টেডিয়ামে শিশুদের জন্যে টেডিবিয়ারের বন্যা

আন্তর্জাতিক সংবাদ || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০২:৪০, সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১৪ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

ইস্তাম্বুলের স্টেডিয়ামের গ্যালারি থেকে দর্শকরা শত সহস্র টেডিবিয়ার ও খেলনা ছুড়ে দেন মাঠে। ফুটবল খেলোয়াড়রা তা কুড়িয়ে জড়ো করেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিশুদের কাছে পাঠানোর জন্যে। এসব শিশুর অনেকেই বাবা-মা হারিয়ে বিষণ্ন হয়ে পড়েছে। তাদের কাছে টেডিবিয়ার ও খেলনা পাঠিয়ে দেওয়ার জন্যেই এ আয়োজন করে দর্শকরা।

ফুটবল খেলা শুরুর আগেই দর্শকরা সঙ্গে নিয়ে আসা বিভিন্ন আকার ও রংয়ের টেডিবিয়ার ও খেলনা মাঠে ছুড়ে ফেলতে থাকেন। গত রোববার তুর্কি সুপার লিগ ফুটবলে বেসিকটাস এবং ফ্রাপোর্ট টিএভি আন্তালিয়াস্পোরের মধ্যে খেলা ছিল। দর্শকদের ভালুক, ইউনিকর্ন, খরগোশ এবং অন্যান্য প্রাণী সহ খেলনা বর্ষণের পর খেলোয়াড়রা পিচের দিকে ছুটে আসে এবং সেগুলো কুড়িয়ে রাখতে শুরু করে।

গত ৬ ফেব্রুয়ারি পাজারসিক জেলাকে কেন্দ্র করে তুরস্কে আঘাত হানা একটি শক্তিশালী ৭.৮ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য খেলনাগুলি পাঠানো হবে। বিধ্বংসী ভূমিকম্পে ৫০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে, ১৬০,০০০টিরও বেশি ভবন ধসে পড়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ ভূমিকম্পের পর থেকে তুরস্কে নয় হাজার আফটারশক হয়েছে বলে জানা গেছে।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়