দাদার বাড়ি দেখতে এসে সড়কে প্রাণ গেল তরুণীর

কুমিল্লা সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:১৪, সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১৪ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারে থাকা এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। নিহত তরুণী পরিবারের সঙ্গে সৌদি আরবে থাকতেন।

নিহত ওই তরুণীর নাম জাহানারা আক্তার (১৭) তিনি নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার জালাল আহমেদের মেয়ে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পদুয়ার বাজার ইউটার্ণ এলাকায় আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই নজরুল জানান, দীর্ঘদিন স্ব-পরিবারে সৌদি আরবে ছিলেন নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার জালাল আহমেদ। মেয়েরা দাদার বাড়ি দেখবে বলে দীর্ঘদিন ধরে তাকে বলছিল। মেয়েদের দাদার বাড়ি দেখাতে গতকাল রবিবার রাতে বিমানে বাংলাদেশে আসেন তারা। রাতেই বাড়ি ফেরার জন্য প্রাইভেটকার যোগে রওনা দেন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পদুয়ায় বাজার ইউটার্ণে একটি ট্রাক তাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে জালাল আহমেদের মেয়ে জাহানারা আক্তার ঘটনাস্থলেই মারা যান।

এছাড়া জালাল আহমেদ, তার স্ত্রী বিলকিস বেগম, ছোট মেয়ে সুলতানা জাহান ও প্রাইভেটকার চালক মো. আলাউদ্দিন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়