শিবপুর উপজেলা চেয়ারম্যানকে গুলির ঘটনায় মামলা
নরসিংদী সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ খানকে গুলির ঘটনায় অবশেষে মামলা করা হয়েছে। ঘটনার দুদিন পর গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে গুলিবিদ্ধ চেয়ারম্যানের ছেলে আমিনুর রশীদ খান এ মামলা করেন। ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও আটজনের বিরুদ্ধে এ মামলা করেন তিনি।
আসামিদের মধ্যে রয়েছেন- আরিফ সরকার, মহসিন মিয়া, ইরান মোল্লা, শাকিল, হুমায়ুন ও নুর মোহাম্মদ।
শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার জানান, এ ঘটনায় প্রাইভেটকারসহ নুর মোহাম্মদ নামের আরও একজনকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। এ নিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ছাড়া গতকাল ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক মামলার ১ নম্বর আসামি আরিফ সরকারকে এখনো থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি বলেও জানান তিনি।
দিনবদলবিডি/এমআর