আগুনে পুড়ে ছাই ৩৭ ঘর

জেলা সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৮:৫৯, সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১৪ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

সুনামগঞ্জের জামালগঞ্জে আগুনে ৩৭টি ঘর পুড়ে গেছে। সোমবার বিকালে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নে হটামারা গ্রামে ভয়াবহ এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সামছুল হকের বসতঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুন গ্রামে ছড়িয়ে পড়লে মসজিদের মাইক দিয়ে ঘোষণা দেওয়া হয়। পরে পার্শ্ববর্তী গ্রামের লোকজন এসে শ্যালোমেশিনে তিন ঘণ্টা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই ঘরের টাকা, আসবাবপত্র ও চাল-ধানসহ শিক্ষার্থীদের বই-খাতাসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদ হোসেন, ফেনারবাক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার ও ইউপি সচিব অজিত কুমার রায়।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে চাল ও কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি।

দিনবদলবিডি/Mamun

সর্বশেষ

পাঠকপ্রিয়