শুটিং সেটে মারাত্মক আহত সামান্থা

বিনোদন ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৫৯, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১৫ ফাল্গুন ১৪২৯

সময়টা মোটে ভালো যাচ্ছে না সামান্থার। নায়িকার শরীরে বাসা বেঁধেছে অটোইমিউন ডিজিজ। এবার শুটিং সেটে দুর্ঘটনার শিকার মায়োসাইটিস আক্রান্ত অভিনেত্রী সামান্থা। সিটাডেল-এর ভারতীয় সংস্করণের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন অভিনেত্রী।

মঙ্গলবার সিনেমাটির শুটিং করতে গিয়ে হাতে মারাত্মক চোট পান। স্টান্টম্যানের সাহায্য ছাড়া অ্যাকশন দৃশ্য নিজেই শট দেওয়ার চেষ্টা করছিলেন এই দক্ষিণী সুন্দরী। আর তাতেই ক্ষতবিক্ষত হল নায়িকার হাত।

ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে সামান্থা লিখেছেন, ‘অ্যাকশনের বিশেষ সুবিধা’। ছবিতে দেখা যায়, তার হাতের আঙুল থেকে রক্ত বেরোচ্ছো, কব্জির কাছে জখমের দাগ স্পষ্ট, সারা হাত ছিলে গিয়েছে। এই ছবি দেখেই উদ্বিগ্ন সামান্থার ভক্তরা।

এই সিরিজে মারকাটারি অ্যাকশন করতে দেখা যাবে সামান্থাকে। দিন কয়েক আগেই ইনস্টাগ্রামে অ্যাকশন দৃশ্যের অনুশীলনের ভিডিও পোস্ট করেছিলেন সামান্থা। রুশো ব্রাদার্সের সিটাডেলের ভারতীয় সংস্করণ তৈরি করছেন রাজ এবং ডিকে জুটি। এই সিরিজে সামান্থার পাশাপাশি দেখা মিলবে বরুণ ধাওয়ানের।

দিনবদলবিডি/এমআর

সর্বশেষ

পাঠকপ্রিয়