সবার মতামতের ভিত্তিতেই গণমাধ্যমকর্মী আইন করা হবে: আইনমন্ত্রী
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
সবার মতামতের ভিত্তিতেই গণমাধ্যমকর্মী আইন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সাংবাদিকদের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর। গণমাধ্যমকর্মী আইনের যেসব জায়গায় সাংবাদিকদের আপত্তি রয়েছে, সেগুলো সংশোধন করে সবার মতামতের ভিত্তিতেই একটি গ্রহণযোগ্য আইন করা করা হবে।
মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘সম্প্রচার সাংবাদিকতা সুরক্ষা প্রতিবেদন-২০২৩’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর গণমাধ্যমকর্মী আইনটি এখন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে আছে। যেহেতু এ আইনের বেশকিছু ধারা নিয়ে সাংবাদিক মহল আপত্তি তুলেছেন, তাই এগুলো নিয়ে তথ্য ওই স্থায়ী কমিটির সঙ্গে সাংবাদিক নেতা ও মালিক পক্ষকে নিয়ে সবার মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য আইন করা হবে। এই আইন যেহেতু তথ্য মন্ত্রণালয় করেছে, তারপরও আমি ব্যক্তিগত উদ্যোগে সবার মতামত নিয়ে যেন আইনটি হয়, সেটি করবো।
আনিসুল হক বলেন, গণমাধ্যম সেক্টর এখন যথেষ্ট পরিপক্ব। তাই এখানে আইন, রেগুলেটরি বডি করার সময় এসেছে। সাংবাদিকদের স্বার্থ রক্ষায় আইন করার পক্ষে আমি। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। সব ভালো-মন্দ দেখে গ্রহণযোগ্য একটা গণমাধ্যমকর্মী আইন যেন সংসদে পাস করতে পারি সেই ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার সত্যের পক্ষে। মিথ্যার সঙ্গে সত্যের লড়াইয়ে সাংবাদিকদের পক্ষে সরকার। সত্য উদঘাটন করে আপনাদের সঙ্গে আমরা সহযাত্রী।
ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটা নিয়ে আপনাদের মধ্যে থেকেই নানা প্রশ্ন ও বিতর্ক উঠেছিল। সেগুলো পর্যায়ক্রমে সমাধান করা হচ্ছে। যেসব সমস্যা ছিল সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা করা হচ্ছে।
দিনবদলবিডি/Rony