সৌদি আরবে পতাকা দিবস ঘোষণা
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
সৌদি আরব প্রতি বছর ১১ মার্চ পতাকা দিবস পালন করবে। বাদশাহ সালমানের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১ মার্চ) রাষ্ট্রীয় সৌদি প্রেস এজেন্সি এ খবর প্রকাশ করেছে। খবর দ্য ন্যাশনাল নিউজের।
জানা গেছে, ইসলামিক ক্যালেন্ডারের ১৩৫৫ সালের ২৭ জিলহজ্জের সঙ্গে এই দিবসটি সম্পর্কিত। ওই দিন ইংরেজি ১৯৩৭ সালের ১১ মার্চ ছিল। সৌদির বাদশাহ আবদুল আজিজ সেই দিন দেশের জন্য পতাকা অনুমোদন করেছিলেন।
বাদশাহর জারি করা ডিক্রিতে বলা হয়েছে, এই পদক্ষেপটি ‘এই দেশের সুপ্রতিষ্ঠিত শিকড় এবং তিন শতাব্দী আগে ইমাম মোহাম্মাদ বিন সৌদের যুগ থেকে নেতাদের সঙ্গে নাগরিকদের ঘনিষ্ঠ সংযোগের জন্য গর্ব করার উদ্দেশ্যে’ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছর সৌদি আরব ঘোষণা করেছিল, ২২ ফেব্রুয়ারি দেশের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বার্ষিক ছুটি পালন করা হবে।
দিনবদলবিডি/এমআর