মুখ সেলাই করে অস্ট্রেলিয়ার ‘দ্বীপ কারাগার’ থেকে দুই বাংলাদেশির প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৩০, বুধবার, ১ মার্চ, ২০২৩, ১৬ ফাল্গুন ১৪২৯
নিজেদের মুখ সেলাই করে প্রতিবাদ করছেন মোহাম্মদ শফিকুল ইসলাম ও মোহাম্মদ কাইয়ুম -ছবি: সংগৃহীত

নিজেদের মুখ সেলাই করে প্রতিবাদ করছেন মোহাম্মদ শফিকুল ইসলাম ও মোহাম্মদ কাইয়ুম -ছবি: সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত ছোট একটি দ্বীপরাষ্ট্র নাউরু। অস্ট্রেলিয়া থেকে আকাশ পথে সে দেশে যেতে লাগে পাঁচ ঘণ্টা। এই দ্বীপরাষ্ট্রে প্রায় ১০ বছর ধরে বাংলাদেশি দুই শরণার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম ও মোহাম্মদ কাইয়ুমকে আটকে রাখা হয়েছে।

সম্প্রতি তারা মুখ সেলাই করে প্রতিবাদ জানিয়েছেন। খবর আলজাজিরা’র।

অস্ট্রেলিয়ায় অবৈধভাবে নৌকায় গিয়ে যাঁরা শরণার্থী হিসেবে আশ্রয় চান, তাদের আটক করে এই নাউরু দ্বীপে পাঠিয়ে দেয় অস্ট্রেলিয়া।

২০১৩ সালে আলাদাভাবে শফিকুল ও কাইয়ুম বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় যান। নিপীড়ন থেকে রক্ষা পেতে তারা অস্ট্রেলিয়ায় আশ্রয় চান। কিন্তু অস্ট্রেলিয়ার নৌবাহিনী তাদের নৌকা থেকে আটক করে নাউরুতে পাঠিয়ে দেয়।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একে ‘নাউরুর খোলা আকাশের নিচে কারাগার’ হিসেবে আখ্যায়িত করেন। বন্দিদের চিকিৎসা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। এছাড়া মানসিক বিপর্যয়ও বড় বিষয়।

সম্প্রতি বাংলাদেশি মোহাম্মদ শফিকুল ইসলাম হোয়াটসঅ্যাপে আলজাজিরাকে বলেন, ‘আমরা আমরণ অনশন করছি।’

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়