পরীমনিকে বিশেষ উপহার পাঠালেন তিশা
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
শিগগিরই মা হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। গত বছরের অক্টোবরে বিয়ে করেছেন অভিনেতা শরিফুল রাজকে। এরপর সন্তান গ্রহণে আর দেরি করেননি…
শিগগিরই মা হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। গত বছরের অক্টোবরে বিয়ে করেছেন অভিনেতা শরিফুল রাজকে। এরপর সন্তান গ্রহণে আর দেরি করেননি। কিছুদিন পরই সেই সন্তান আসতে চলেছে পৃথিবীতে।
পরীর এই মাতৃত্বকালীন সময়ে ভালোবাসাস্বরূপ বিশেষ উপহার পাঠিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সে খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন নায়িকা নিজেই। তিশার পাঠানো উপহারের ছবি শেয়ার করে ফেসবুকে পরী লিখেছেন, তিশা আপুর কাছ থেকে ভালোবাসা পেলাম। তোমাকে ভালোবাসি।
উল্লেখ্য, গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘গুণিন’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন পরীমণি ও শরিফুল রাজ। এই সিনেমার সুবাদেই পরিচয় ঘটে তাদের। প্রথম দেখা হওয়ার সাত দিনের মাথায় তারা বিয়ে করেন। অনেকের কাছে এটা পাগলামি মনে হলেও তারা দু’জনই বুঝতে পারেন, উপযুক্ত জীবনসঙ্গী পেয়ে গেছেন।
দিনবদলবিডি/Rony