চট্টগ্রামে ভোটার বেড়েছে পৌনে ৯ লাখ

জেলা সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:৩৯, বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ১৭ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

চার বছরে পৌনে ৯ লাখের বেশি ভোটার বেড়েছে চট্টগ্রামে। এমনটি জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রামের ১৬ আসনে সর্বশেষ হালনাগাদ ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ১৫ হাজার ২৫৪ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৫৬ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন। চার বছরের ব্যবধানে ভোটার বেড়েছে ৮ লাখ ৭৭ হাজার ৭৮৯ জন।

বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, জাতীয় ভোটার দিবস উপলক্ষে বৃহস্পতিবার আমাদের সব ধরনের সেবা উন্মুক্ত রয়েছে। ভোটারদের মধ্যে স্মার্টকার্ড ও নতুন ভোটারদের প্লাস্টিক কার্ড বিতরণ, ভোটার হওয়া, সংশোধনসহ সব সেবাই দেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, গত বছরের ২০ মে সারাদেশের সঙ্গে চট্টগ্রামে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হয়। গত ১৯ নভেম্বর শেষ হয় তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম। হালনাগাদ কার্যক্রমে চট্টগ্রামে ৫ লাখ ৪৮ হাজার ৩৫৬ জন নিবন্ধন করেন। এর মধ্যে ১৮ বছরের ঊর্ধ্বে নতুন ভোটার তিন লাখ ১৪ হাজার ২৩৫ জন। ১৮ বছরের নিচে নিবন্ধন করেছেন দুই লাখ ৩৪ হাজার ১২১ জন। এছাড়া মারা যাওয়ার কারণে ৬০ হাজার ৭৪৮ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। স্থানান্তরিত হয়েছেন ২০ হাজার ৭১১ জন ভোটার।

দিনবদলবিডি/Mamun

সর্বশেষ

পাঠকপ্রিয়