টেকনাফে ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:৫৭, শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ১৮ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

কক্সবাজারের উখিয়া থানাধীন রাজাপালং এলাকা থেকে ৮ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত হলেন- উখিয়া রাজাপালং ইউপির ৭ নম্বর ক্যাম্পের এফসিএন নম্বর-১৩২৩২১ এর বাসিন্দা মৃত নজির আহাম্মদের ছেলে আবু তাহের, একই ক্যাম্পে ব্লক নম্বর-এ-৩, ক্যাম্প-১৫, ব্লক, এফসিএন নম্বর-৯৮২-এর বাসিন্দা সৈয়দ আলমের ছেলে এহসান ও ১৫ নম্বর ক্যাম্পের ব্লক নম্বর-এ-৩, ক্যাম্প-১৫, ব্লক, এফসিএন নম্বর-৯৮৩-এর বাসিন্দা ইউসুফ জোহাদ।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানান, বৃহস্পতিবার দুপুরে উখিয়া থানাধীন রাজাপালং ইউপির ৯ নম্বর ওয়ার্ডের টেকনাফ-কক্সবাজার মহাসড়কের উখিয়া টিভি সেন্টারের সামনে অভিযান চালায় র‌্যাব-১৫, কক্সবাজার সিপিএসসির আভিযানিক দল। এ সময় ৮ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়। পরে আটককৃত রোহিঙ্গাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়