খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বক্তব্য দেওয়া থেকে আওয়ামী লীগ নেতারা বিরত থাকুন : খসরু
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
আওয়ামী লীগকে এক তরফা নির্বাচন করতে দেয়া হবে না মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (৩ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে এই এ কথা বলেন তিনি। খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে এই কর্মসূচি হয়।
এসময় খসরু বলেন, ওয়ান ইলেভেনে খালেদা জিয়ারসহ সকল নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করতে হবে।
বিএনপির এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেলে তাদের সব মামলা চালু করা হবে এবং প্রত্যেকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বক্তব্য দেওয়া থেকে আওয়ামী লীগ নেতাদের বিরত থাকার আহ্বান জানান খসরু।
এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, একতরফা নির্বাচন এ দেশে আর হবে না। সরকার হটিয়ে নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করা হবে।
দিনবদলবিডি/Robiul