শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:৩৮, শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ১৮ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মিরপুরে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুক্রবার টস হেরে আগে ব্যাট করতে নেমে সাত উইকেটে ৩২৬ রান করেছে ইংল্যান্ড। বড় টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। পরে বিদায় নেন ওয়ান ডাউনে নামা মুশফিকও।

স্যাম কারানের চতুর্থ বলে রয়ের হাতে ক্যাচ দিয়ে প্রথমে ফেরেন লিটন। গোল্ডেন ডাক। পরের বলে উইকেটের পেছনে বাটলারের গ্লাভসে বন্দী শান্ত। তিনিও মারেন গোল্ডেন ডাক।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের হয়ে দারুণ সেঞ্চুরি করেন জেসন রয়। ১২৪ বলে তিনি করেন ১৩২ রান। ৬৪ বলে ৭৬ রানের ইনিংস আসে ইংলিশ অধিনায়ক বাটলারের ব্যাট থেকে।

মঈন আলী ৪২, স্যাম কারান ৩৩ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে বল হাতে তাসকিন তিনটি, মিরাজ দুটি, সাকিব ও তাইজুল নেন একটি করে উইকেট।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ইংল্যান্ড জিতেছে ৩ উইকেটে। দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের সিরিজের ফেরার উপলক্ষ্য। তবে রান পাহাড় তাড়া করতে বাংলাদেশের বাজে শুরু আভাস দিচ্ছে বড় পরাজয়ের।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়