প্রতিশোধ নিতে স্ত্রীর প্রেমিকের বউকে বিয়ে!

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৪৯, শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ১৮ ফাল্গুন ১৪২৯
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিয়ে বহির্ভূত সম্পর্কের সংসার ছেড়ে জেরে চলে যান স্ত্রী। এর প্রতিশোধ নিতে স্ত্রীর প্রেমিকের বউকে বিয়ে করলেন এক ব্যক্তি।

ভারতের বিহার রাজ্যের খাগাড়িয়াতে এ ঘটনা ঘটেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রুবি দেবি নামের এক নারীর সঙ্গে ২০০৯ সালে নিরাজের বিয়ে হয়। তাদের চার সন্তান রয়েছে। কয়েক বছর আগে নিরাজ জানতে পারেন যে, তার স্ত্রীর সঙ্গে মুকেশ নামের এক ব্যক্তির বিয়ে বহির্ভূত সম্পর্ক রয়েছে। মুকেশেরও স্ত্রী ও দুই সন্তান ছিল।

গত বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেন রুবি ও মুকেশ। স্ত্রীকে খুঁজে না পেয়ে থানায় থানায় অপহরণের মামলা দায়ের করেন নিরাজ।

মামলার এজাহারে বলা হয়, পঞ্চায়েতের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও মুকেশ তার স্ত্রীকে অপহরণ করেন।

এ ঘটনার প্রতিশোধ নিতে অবশেষে মুকেশের স্ত্রীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন নিরাজ। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পুরো ঘটনাটি ছড়িয়ে পড়ার পর ব্যপক আলোচনা-সমালোচনা হচ্ছে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়