ইজতেমা থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেল ৩ মুসল্লির

জেলা সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০৯, শনিবার, ৪ মার্চ, ২০২৩, ১৯ ফাল্গুন ১৪২৯
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো ৫০ জন। শনিবার বিকেলে বোদা উপজেলার চন্দনবাড়ী ও দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তেতুঁলিয়া উপজেলার বড়গাছ এলাকার তমিজ উদ্দীন,  পিঠা খাওয়া এলাকার হাসিবুল ইসলাম ও একই উপজেলার স্বপন আলী।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে সাদপন্থীদের তিন দিনব্যাপী ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাসে করে বাড়ি ফিরছিলেন মুসল্লিরা। দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট এলাকায় পৌঁছালে বাসটিকে ধাক্কা দেয় একই দিক থেকে আসা একটি ট্রাক। এ সময় মহাসড়ক থেকে উল্টে বাসটি নিচে পড়ে যায়। এতে বাসের বেশিরভাগ যাত্রী আহত হন। আহতদের মধ্যে স্বজন আলীকে আশঙ্কাজনক অবস্থায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে একই সময় পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী এলাকায় ইজতেমা থেকে ফেরার পথে বাসের চাকা ব্লাস্ট হয়ে তমিজ উদ্দিন ও হাসিবুল নামে আরো দুই মুসল্লি নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন ও বোদা থানার ওসি সুজয় কুমার রায়।

দিনবদলবিডি/Mamun

সর্বশেষ

পাঠকপ্রিয়