জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গেলেন ১৪০ পুলিশ সদস্য

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৯:৫৩, রবিবার, ৫ মার্চ, ২০২৩, ২০ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য  পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকো এবং তিম্বুক্ত রিজিয়নের গুন্দামের উদ্দেশ্যে পুলিশের একটি দল ঢাকা ত্যাগ করেছে। দুজন কমান্ডারের নেতৃত্বে তারা এসব এলাকায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন। 

শনিবার (৪ মার্চ) দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, শুক্রবার  (৩ মার্চ )  রাতে বিমানের বিশেষ ফ্লাইটযোগে শান্তিরক্ষী দলটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। মিশনে থাকাকালিন ডেপুটি কমান্ডার মু. জালাল উদ্দিন ফাহিমের নেতৃত্বে নবম রোটেশনের ৭০ জন এবং ডেপুটি কমান্ডার মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পঞ্চম রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।

এর আগে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি কন্টিনজেন্ট দুটির অগ্রগামী দলের ১৪০ সদস্য মিশন এলাকায় যান। পুলিশ সদস্যরা ২০১৩ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালির বামাকোতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। ২০১৭ সালে ইউনিটটি মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছে।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়