ভূমিকম্পে সিরিয়ায় ৫.১ বিলিয়ন ডলারের ক্ষতি: বিশ্বব্যাংক
আন্তর্জাতিক সংবাদ || দিন বদল বাংলাদেশ
গেলো মাসে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প লন্ডভন্ড হয়ে যায় সিরিয়া। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বেশ কয়েকটি অঞ্চল, শক্তিশালী এ ভূমিকম্পে দেশটিতে প্রায় ৫.১ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।
বিশ্বব্যাংক এক প্রতিবেদনে শুক্রবার এই কথা জানিয়েছে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হওয়া সম্পদের বর্তমান মূল্য জিডিপি’র প্রায় ১০ শতাংশ বলে ধারণা করা হচ্ছে। গত মাসে পৃথক এক মূল্যায়নে বিশ্বব্যাংক জানায়, ভূমিকম্পে তুরস্কে সরাসরি প্রায় ৩৪.২ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।
এই প্রাকৃতিক দুর্যোগে লাখো মানুষের বাসস্থানের ও চিকিৎসা সেবার জন্য জরুরি সাহায্যের প্রয়োজন হয়। ৬ ফেব্রুয়ারির ওই ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে। এতে উভয় দেশের অনেক শহর ধ্বংসস্তূপে পরিণত হয় এবং ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়। এর মধ্যে তুরস্কের ৪৫ হাজার ৮৯ এবং সিরিয়ায় ৭ হাজার ২৫৯ জন।
সূত্র: এএফপি নিউজ
দিনবদলবিডি/Jannat