হঠাৎ বিস্ফোরণে ছিন্নভিন্ন জীবন

চট্টগ্রাম সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:১৭, রবিবার, ৫ মার্চ, ২০২৩, ২০ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে হতাহতদের বেশির ভাগই কোম্পানিটির কর্মী; যাদের খোঁজে হাসপাতালে এসে দুসংবাদ শুনে অসহায় হয়ে পড়েছেন স্বজনরা।

হঠাৎ বিস্ফোরণে প্রিয়জন হারিয়ে নিহতদের পরিবারের সদস্যরা হতবিহ্বল হয়ে গেছেন, আহতদের চিন্তায় মুষড়ে পড়েছেন অন্যরা। বেশির ভাগ পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিই আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন যন্ত্রণায়। বিকাল থেকে হাসপাতালজুড়ে স্বজন হারানোদের আহাজারি আর আহতদের গোঙানিতে চারিদিক ভারি হয়ে উঠেছে।

শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বিকট শব্দে শিল্পে ব্যবহারের জন্য অক্সিজেন উৎপাদনকারী এ প্ল্যান্টে বিস্ফোরণে এখন পর্যন্ত ছয়জন নিহত এবং ২৫ জন আহত হওয়ার তথ্য দিয়েছে জেলা প্রশাসন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চমেক হাসপাতালের পরিচালক।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সোনাইছড়ি ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ওই প্ল্যান্টে বিকট বিস্ফোরণের পর থেকেই শুরু হয় হতাহতদের নিয়ে দৌড়ঝাঁপ।

৪টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সেখানে পৌঁছায়। পরে আরও আটটি ইউনিট সেখানে যোগ দেয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়